বাঘায় তিন ঔষধ ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদন, বাঘা:
বাঘা উপজেলার আড়ানী পৌর বাজারে তিনটি ঔষধের দোকানে অভিযান পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা এ অভিযান পরিচালনা করেন।
এ অভিযানে আড়ানী পৌর বাজারের আনোয়ারা ফার্মেসীর মালিক আমিরুল ইসলামের ৩ হাজার টাকা, গ্রামীণ ডাক্তার মনোয়ার হোসেন মঞ্জুর ঔষধের দোকানে ২ হাজার টাকা ও গ্রামীণ ডাক্তার বিধান কুমার ঘোষের দোকানে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা জানান, মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা অপরাধে তিনজন ব্যবসায়ী তাদের অপরাধ স্বীকার করার এক পর্যায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
No comments