Header Ads

  • সর্বশেষ খবর

    চারঘাট-বাঘা মহাসড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

    আব্দুল মতিন ,চারঘাট:
    রাজশাহী জেলার (চারঘাট-বাঘা) আঞ্চলিক মহাসড়কের চারঘাট উপজেলাধীন রাস্তা দ্রুত সংস্কার করার দাবিতে মঙ্গলবার মানববন্ধন করেছে উপজেলার শিক্ষক,শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

    জানা গেছে, গত প্রায় ১ বছর যাবত (চারঘাট-বাঘা) সড়কটিতে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ার কারণে দুর্ভোগে পড়েছে ছোট বড় যানবাহন, আন্তঃজেলা ও দূর পাল্লার পরিবহনগুলো।এতে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী প্রতিদিন চরম ভোগান্তি ও আতঙ্কের মধ্যে চলাচল করছে।  সড়কটির এ বেহাল দশার কারণে বেশ কয়েকটি দুর্ঘটনায় শিক্ষার্থীসহ যাত্রীরা গুরুতর আহত হয়েছে।
    মানববন্ধন কর্মসূচিতে সরকারের কাছে দ্রুত সড়কটি সংস্কার করার দাবিতে বক্তব্য রাখেন-চারঘাট উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বাদশা,সরদহ সরকারী কলেজের অধ্যাপক মাজদার রহমান,চারঘাট রিপোর্টার্স ক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ(সনি),উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি স্বপন কুমারসহ আরো স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728