Header Ads

  • সর্বশেষ খবর

    চারঘাট পৌরসভার ময়লা-আবর্জনায় পরিবেশ বিপর্যয়

    আব্দুল মতিন, চারঘাট:
    রাজশাহীর চারঘাট পৌর এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলায় পৌর এলাকার বেশ কয়েটি স্থান ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষের কাছে বার বার অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে পৌরবাসীর অভিযোগ।

    ফলে ময়লার কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ পথচারীদের উৎকট দুর্গন্ধের মধ্যে পথ চলতে হয়। পৌরসভা পরিস্কার পরিচ্ছন রাখতে কতৃপক্ষ একাধিক প্রকল্প হাতে নিলেও যথাযথ তদারকি ও উদ্যোগের কারণে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা যত্রতত্র ময়লা ফেলছে।

    চারঘাটের ঐতিহ্যবাহী সরদহ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে ও পল্লী বিদ্যুৎ মোড় পার হয়ে ট্রেনিং সেন্টারের সামনে যেখানে সেখানে ময়লা ফেলা হচ্ছে। ফলে বিদ্যালয় ও সরদহ সরকারী কলেজে যাতায়াতকারী শত শত ছাত্র-ছাত্রী ও আশপাশের বাসা বাড়ী, দোকানপাট ও রাস্তা দিয়ে যাতায়াতকারী হাজার হাজার যাত্রীদের ময়লার উৎকট গন্ধের মধ্যে পথ চলতে হয়।
    সরদহ সরকারী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র সায়েম বলেন, প্রতিদিন দু’বার এ রাস্তা দিয়ে আসা যাওয়া করতে হয়। ময়লার গন্ধে পেটের নাড়িভুঁড়ি বের হয়ে যায়।

    সরেজমিন এ সকল স্থানে গিয়ে দেখা যায়, পঁচা সবজি ও গৃহস্থালি ময়লা-আবর্জনা পলিথিন, প্লাস্টিকের খালি বোতল থেকে শুরু করে ড্রেনের আবর্জনাসহ পরিত্যক্ত নানা সামগ্রী এসব জায়গায় পড়ে আছে। দিনরাত মাসের পর বছর এ সমস্ত ময়লা-আবর্জনা ফেলার ফলে জায়গাগুলো ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। পরিবেশ নষ্ট হচ্ছে। স্বাস্থ্য ঝুকিতে পড়েছে এ এলাকায় দিয়ে চলাচলকারী জনসাধারণসহ স্থানীয় মানুষ।

    এবিষয়ে পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল বলেন, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা আমার পক্ষ থেকে সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তিনি অতি দ্রুত এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728