Header Ads

  • সর্বশেষ খবর

    চারঘাট পৌর ছাত্রলীগের নতুন কমিটি গঠন

    নিজস্ব প্রতিবেদক ,চারঘাট:
    রাজশাহীর চারঘাট পৌর ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১২টার দিকে আনুষ্ঠানিক ভাবে এ কমিটি প্রকাশ করা হয়। ইকবাল হোসেন (মুক্তা) কে সভাপতি ও মনিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
    অনুমোদন দিয়েছেন, চারঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি আল-মামুন তুষার ও সাধারণ সম্পাদক রায়হানুল হক রানা ।
    এসময় উপস্থিত ছিলেন চারঘাট পৌর আ'লীগের সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারন সম্পাদক একরামুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল-মামুন তুষার, সাধারন সম্পাদক রায়হানুল হক রানাসহ স্থানীয় আ'লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় সকলে মিষ্টি মুখ করেন।
    উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বলেছেন, নতুন নেতৃত্ব ছাত্রলীগের ইতিহাস ঐতিহ্যকে সমুন্নত রেখে আগামী দিনে চারঘাট পৌরসভার সার্বিক উন্নয়নে একসাথে কাজ করার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে।
    নতুন কমিটিকে স্বাগত জানিয়ে চারঘাট পৌর আ'লীগের সাধারন সম্পাদক ও আগামী পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী একরামুল হক বলেন, এই দেশে যতগুলো রাজনৈতিক দলের জন্ম হয়েছে তার প্রতিটি রাজনৈতিক দলের গুরু হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। কেননা যারা ছাত্রলীগকে অনুসরণ করতে পারেনি, আকরে ধরে রাখতে পারেনি তারা নিমিষেই শেষ হয়ে গেছে। আর যারা ধরে রাখতে পেরেছে তারা আজ প্রতিষ্ঠিত। বাংলাদেশ স্বাধীন করা সহ এদেশের সকল দুঃসময়ে বাংলাদেশ ছাত্রলীগের অবদান রয়েছে।
    এসময় তিনি চারঘাট পৌর ছাত্রলীগের নতুন পূর্ণাঙ্গ কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে গতিশীল করতে চারঘাট ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728