চারঘাটে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামীসহ চারজন আটক
নিজস্ব প্রতিবেদক ,চারঘাট:
রাজশাহীর চারঘাটে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামীসহ চারজনকে আটক করেছে চারঘাট মডেল থানা পুলিশ।শনিবার দিবাগত রাতে পুলিশের এসআই ইকবাল হোসেনের নেতৃত্বে থানার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন, মাদক মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামী জাকিম উদ্দীন। সে থানাধীন ঝিকড়া গ্রামের মৃত সদর আলীর ছেলে। সে পুলিশের চোখ ফাঁকি দীর্ঘদিন পলাতক ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ি সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
এদিকে মাদক মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামী বাহারুল সরকারকেও আটক করা হয়েছে। সে থানাধীন টাঙ্গন এলাকার আজিজুল সরকারের ছেলে। তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
এছাড়াও মাদক মামলায় সশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামী জয়েন উদ্দীনকে আটক করা হয়। সে মুক্তারপুর খলিফাপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে এবং গ্রেফতারি পরোয়ানার আসামী মোস্তাক আলীকে আটক করা হয়েছে। সে টাঙ্গন এলাকার বিচ্ছাদ আলীর ছেলে।
আটকের সত্যতা নিশ্চিত করে চারঘাট মডেল থানার ওসি সমিত কুমার কুন্ডু বলেন, মাদক এবং ওয়ারেন্টভুক্ত আসামীদের বিরুদ্ধে আমাদের অভিযান সব সময়ই চলমান আছে। আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
No comments