Header Ads

  • সর্বশেষ খবর

    চারঘাটে মাদক সেবনের দায়ে দুইজনের ২ বছরের কারাদন্ড

    আব্দুল মতিন , চারঘাট:
    রাজশাহীর চারঘাটে মাদক সেবনের দায়ে দুই মাদকসেবীকে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মুহাম্মদ নাজমুল হক উপজেলার হলিদাগাছী বাজারে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এই সময় তাদের এই কারাদন্ড প্রদান করেন।
    কারাদন্ডপ্রাপ্তরা হলো- রাজশাহীর চন্দ্রিমা থানার মৃত লিয়াকত আলীর ছেলে সাগর আলী।এবং নাটোরের বড়াইগ্রাম থানার মৃত আমীন সরকারের ছেলে মেহের আলী সরকার।
    চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মুহাম্মদ নাজমুল হক জানান, মেহের আলী ও সাগর আলী কে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের রাজশাহী জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728