চারঘাটে মাদক সেবনের দায়ে দুইজনের ২ বছরের কারাদন্ড
আব্দুল মতিন , চারঘাট:
রাজশাহীর চারঘাটে মাদক সেবনের দায়ে দুই মাদকসেবীকে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মুহাম্মদ নাজমুল হক উপজেলার হলিদাগাছী বাজারে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এই সময় তাদের এই কারাদন্ড প্রদান করেন।
কারাদন্ডপ্রাপ্তরা হলো- রাজশাহীর চন্দ্রিমা থানার মৃত লিয়াকত আলীর ছেলে সাগর আলী।এবং নাটোরের বড়াইগ্রাম থানার মৃত আমীন সরকারের ছেলে মেহের আলী সরকার।
চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মুহাম্মদ নাজমুল হক জানান, মেহের আলী ও সাগর আলী কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের রাজশাহী জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
No comments