চারঘাটের বীর মুক্তিযোদ্ধা খেজের উদ্দীন আর নেই
আব্দুল মতিন , চারঘাট:
রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের হাবিবপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা খেজের উদ্দীন ইন্তেকাল করেছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২.১০ মিনিটের সময় তিনি হাবিবপুর গ্রামে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না..ইলাহে রাজেউন।
তিনি ২০ই নভেম্বর ১৯৩৮ সালে জন্ম গ্রহন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। ৭১ এ বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন তিনি। মৃত্যুকালে তিনি ৬ ছেলে ৩ কন্যা-সন্তান, নাতি- নাতনী, আত্মীয় স্বজন ও অনেক গুনগ্রাহী রেখে গেছেন।
আজ শুক্রবার সকাল ১১টা ১৫ মিনিটে উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা খেজের উদ্দীনকে রাষ্টীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ নাজমুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান আলমাছ,নিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ।
বিকাল ৪.৩০ মিনিটে জানাযা নামাজ শেষে হাবিবপুর কেন্দ্রীয় গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি ও উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম।
No comments