চারঘাটে সিএমইএস পরিচিতি মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক, চারঘাট : কানাডা এর আর্থিক সহযোগিতায় সেক্টর ফর ম্যাস এডুকেশন ইন সায়েন্স (সিএমইএস) আয়োজিত বুধবার সকাল ১১টার দিকে চারঘাট উপজেলার বিআরডিবি হলরুমে কাজের অগ্রগতিসমুহ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিএমইএস ভাটপাড়া ইউনিট ইনচার্জ আক্তারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মুহাম্মদ নাজমুল হক।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মনজুর রহমান, প্রানী সম্পদ কর্মকর্তা মিজানুর রহমান, নিমপাড়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, সিএমইএস সদস্য আবু সালেহ টিপু ও চারঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক নজরুল ইসলাম বাচ্চুসহ সরকারী কর্মকর্তাবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
সিএমইএস ভাটপাড়া ইউনিট ইনচার্জ আক্তারা খাতুন বলেন আরটিইউ প্রজেক্টের কাজের অগ্রগতিসমুহ মাধ্যমে বিভিন্ন দপ্তরের অবহিতকরণ করা হয়।
No comments