Header Ads

  • সর্বশেষ খবর

    চারঘাটে ইয়াবা ও ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক



    আব্দুল মতিন ,চারঘাট:
    রাজশাহীর চারঘাটে বিশেষ অভিযানে ৫২ বোতল ফেন্সিডিল ও ৪০ পিচ ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে চারঘাট মডেল থানা পুলিশ। পুলিশের এসআই ইকবাল হোসেনের নেতৃত্বে এএসআই আব্দুল লতিফ সঙ্গীয় ফোর্স থানার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন।
    এ সময় ৫২ বোতল ফেন্সিডিলসহ মাদক সম্রাট সাহাবুদ্দিন সুমনকে আটক করা হয়। সে থানাধীন ইউসুফপুর ইউনিয়নের সিপাইপাড়া গ্রামের মৃত গোলাম মজিদের ছেলে।তার নামে পূর্বের চারটি মাদক মামলা রয়েছে। তার নিজ বাড়ির দক্ষিণ পশ্চিম কর্ণারের পাকা রাস্তা উপর থেকে তাকে আটক করা হয়।
    এছাড়াও ৪০ পিচ ইয়াবাসহ আরেক মাদক ব্যবসায়ী মাজেদুল আলীকে আটক করেছে পুলিশ।সে থানাধীন জাগির পাড়া গ্রামের আফসার আলীর ছেলে। তাকে বুধবার বিকেলে জাগির পাড়া গ্রামের তুহিন আলীর বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয়। তার নামেও পূর্বের ২টি মাদক মামলা রয়েছে।
    আটকের সত্যতা নিশ্চিত করে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) সমিত কুমার কুন্ডু জানান, সব রকম মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728