চারঘাটে বিজিবির অভিযানে ১৪৮ বোতল ফেনসিডিল জব্দ
নিজস্ব প্রতিবেদক, চারঘাট:
রাজশাহী চারঘাটের চকপাড়া এলাকা থেকে ১৪৮ বোতল ফেনসিডিল আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার চারঘাট উপজেলার চকপাড়া এলাকায় বিজিবি অভিযান চালিয়ে এসব ফেনসিডিল আটক করে বলে জানিয়েছেন রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) অধিনায়ক ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন তিনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী-১ ইউসুফপুর বিওপি’র নায়েব সুবেদার ফরিদ উদ্দিন ও বিজিবির ৩ জন সদস্য নিয়ে একটি নিয়মিত টহল দল রাজশাহী জেলার চারঘাট থানাধীন চকপাড়া নামক এলাকায় টহল পরিচালনা করে। এসময় ১৪৮ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৫৯ হাজার ২২০ টাকা।
বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দুই বস্তা ফেলে পালিয়ে যায়। তাই ঘটনার সাথে জড়িত কাউকে আটক/সনাক্ত করতে পারেনি বিজিবির সদস্যরা। আটককৃত মাদকদ্রব্য প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাটালিয়নের সিজার ষ্টোরে জমা করে তা পরবর্তীতে জনসম্মুখে ধংস করা হবে বলেও জানাানো হয়।
No comments