Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘায় চিনি দিয়ে খেজুর গুড় তৈরির কারখানায় অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা ঃ গুড় তৈরীর উপকরণ জব্দ


    বাঘা (রাজশাহী) প্রতিনিধি ঃ
    রাজশাহীর বাঘায় চিনি দিয়ে খেজুর গুড় তৈরীর অভিযোগে এক কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।  চিনি গালাই করে খেজুর গুড় তৈরীর সময় কারখানায় অভিযান চালান ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার শাহিন রেজা। এসময় কারখানার মালিক মুন্টু পালিয়ে গেলেও হাতে নাতে আটক করা হয় তার ভ্যাগনা আশিক আলমকে। পরে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ৩০ হাজার টাকা জরিমানা করে ১০ মণ গুড় ও উপকরণ জব্দ করে জনসমন্মুখে ধবংস করেন। বুধবার দুপুরে উপজেলার তেপুকুরিয়া  গ্রামের মুন্টুর গুড় তৈরির কারখানায় অভিযান চালানো হয়।

    জানা যায়, চলতি শীত মৌসুমে চিনি দিয়ে গুড় তৈরী না করার জন্য  প্রশাসনের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হয়। তারপরও অধিক মুনাফার আসায় অসাধু কিছু ব্যক্তি নাম মাত্র খেজুর রসের সাথে চিনি, আটা, হাইড্রোস, ফিটকারি, সোডা, চুন, নারিকেলের তেল, রং মিশ্রন করে গুড় তৈরী করে বাজারজাত করছে।
      স্থানীয়রা জানান,উপজেলার তেপুকুরিয়া গ্রামের মন্টু আলী, শহিদুল ইসলাম, আবুল হোসেনের বাড়িতে চিনি গালাই করে খেঁজুর গুড় তৈরী হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে বুধবার দুপুরে পুলিশ নিয়ে প্রথমে মন্টু আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় অন্যরা সতর্ক অবলম্বন করে সটকে পড়েন।

    বাজুবাঘা ইউনিয়ন পরিষদের সদস্য ও তেপুকুরিয়া গ্রামের জুলফিকার আলী বলেন, চিনি দিয়ে খেঁজুর গুড় তৈরী করা অপরাধ। এলাকায় এ ধরনের কর্মকান্ড চলছে জানা ছিলনা। সামনের দিনগুলোতে যাতে এ ধরনের কর্মকান্ড না ঘটে সে বিষয়ে খোঁজ খবর রাখবো। 
    সে প্রশাসনের কাছে একই সাথে নকল গুড় গুলো ধব্বংস করেন।  তারপর অন্য দুই বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। তারা ঘরে তালা ঝুলিয়ে অন্যত্র সটকে পড়েন।
    ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, অপরাধ স্বীকার করায় কারখানা মালিকের ৩০ হাজার টাকা জরিমানা করে রিসিফের মাধ্যমে আদায় করা হয়েছে।  গুড়সহ  গুড় তৈরীর উপকরন জব্দ করে ধ্বংশ করা হয়েছে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728