Header Ads

  • সর্বশেষ খবর

    চারঘাটে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা সেমিনার

    আব্দুল মতিন, চারঘাট:
    দক্ষ হয়ে বিদেশ যাব, অর্থ সম্মান দুই-ই পাব এই স্লোগানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০১৮ সনের নিবাচনী ইশতেহারের ঘোষনা হচ্ছে প্রতি উপজেলা থেকে বছরে গড়ে এক হাজার দক্ষ কর্মী বিদেশে প্রেরণ উপলক্ষে যুবক-যুবতী কর্মসংস্থানের ব্যবস্থা করা।
    এরই লক্ষে গরীব জনসাধারনকে দুষ্টু দালাল চক্রের হাত থেকে রক্ষার জন্য জনসচেতনতা বৃদ্ধির লক্ষে আজ সোমবার বিকেলে উপজেলা প্রশাসন আয়োজনে ও জেলা কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচারণামুলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
    উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে সেমিনার অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপক হিসাবে ছিলেন জেলা কর্ম সংস্থান ও জনশক্তি অফিস রাজশাহী সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হান্নান।
    এসময় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিপ্লব, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান, সাবেক কৃষি উপ-পরিচালক বজ্র হরিদাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম আহমেদ ও চারঘাট রিপোর্টার্স ক্লাবের সভাপতি কামরুজ্জামানসহ সরকারী কর্মকর্তা, শিক্ষক ও বিদেশে চাকুরী প্রত্যাশি বেকার যুবক-যুবতিবৃন্দ।
    উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম বলেন, বৈধ পথে বিদেশে যায় কোন রকম দুশ্চিন্তা নাই। সেমিনারে উপস্থিত বেকার যুবক যুবতিদের উদ্দেশ্যে বলেন বিদেশে চাকুরীর লক্ষে যে কর্মে যাবেন তার উপর প্রশিক্ষন নিয়ে দক্ষতা ও ঐ সকল দেশের ভাষাজ্ঞান অর্জনের মাধ্যমে যেতে হবে।
    ইউএনও নাজমুল হক বলেন, বিদেশ যেতে হলে প্রথমত জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে হবে এবং মানব পাচারকারীর হাত হতে সাবধান থাকতে বৈধ রিক্রটিং এজেন্সী ব্যতিত অন্য কোন ব্যক্তি বা দালালের সাথে অর্থ লেনদেন করবেন না বলে পরামর্শ দেন।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728