Header Ads

  • সর্বশেষ খবর

    নবম শ্রেনীর ছাত্র চারঘাটের ৪ জন ইউপি সদস্য ও কাউন্সিলর!

                      
    আব্দুল মতিন, চারঘাট:
    রাজশাহীর চারঘাট উপজেলার সদর ইউনিয়নের তিনজন ইউপি সদস্য এবং পৌরসভার একজন কাউন্সিলর এখন নবম শ্রেনীর ছাত্র। তারা ২০১৮ সালে উপজেলার মেরামতপুর কারিগরি উচ্চ বিদ্যালয় এন্ড বিএম কলেজে নবম শ্রেণিতে ভর্তি হন।
    ২ নভেম্বর (শনিবার) থেকে শুরু হওয়া কারিগরি শিক্ষা বোর্ডের নবম শ্রেণির পরীক্ষায় অংশ নিয়েছেন তারা।
    জানা গেছে, চারঘাট সদর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ তজলুল হক, ৭ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল মতিন ও ৪ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য তোতা মিয়া নবম শ্রেণীতে ভর্তি হয়েছেন। এছাড়া চারঘাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলতাফ হোসেনও একই প্রতিষ্ঠানে নবম শ্রেণীতে ভর্তি হয়েছেন।
    আরো জানা যায়, এ সকল স্থানীয় জনপ্রতিনিধি বিগতে সময়ে নির্বাচনে অংশ নিতে গিয়ে হলফনামায় শিক্ষাগত যোগ্যতা লিখেছিলেন ‘স্বশিক্ষিত’। নির্বাচনে জেতার পর বিভিন্ন অনুষ্ঠানে গিয়েও শিক্ষাগত যোগ্যতার প্রসঙ্গে হীনম্মন্যতায় ভুগতেন। এরপর সিদ্ধান্ত নেন তারা আবারও স্কুলে ভর্তি হবেন।
    নাম প্রকাশে অনইচ্ছুক দুইজন ইউপি সদস্য জানান,ছোটবেলায় নানা কারনে অষ্টম শ্রেণির বেশি পড়াশোনা করতে পারেননি। বিভিন্ন পেশায় জড়িয়ে পড়েন তারা। পরবর্তীতে স্থানীয় রাজনীতিতে যোগ দেন। পড়াশোনাতে সময় দিতে পারেন নি।

    তারা আরো জানান, ইদানিং স্কুলে ভর্তি হলেও পেশা ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় নিয়মিত ক্লাস করতে পারছেন না তারা। তবে সুযোগ পেলে বাড়িতে পড়াশোনা করেছেন। অনেক দিন পর পরীক্ষায় অংশ নিয়েছেন। ভালো ফল করতে পারলে স্নাতক পর্যন্ত পড়ার ইচ্ছা আছে বলে জানান তারা।
    মেরামতপুর কারিগরি উচ্চ বিদ্যালয় এন্ড বিএম কলেজ এর অধ্যক্ষ মুহাম্মদ নাজমুল হক বলেন, শুনেছি আগামী নির্বাচন গুলোতে এসএসসি পাশ না করলে কেউ অংশগ্রহন করতে পারবে না। সেজন্য অনেক স্থানীয় প্রতিনিধিই এখন পড়াশোনাতে আগ্রহী হচ্ছে। ভর্তি হওয়া চারজন জনপ্রতিনিধি পড়াশোনার বিষয়ে বেশ আগ্রহী বলে জানান তিনি।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728