Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘায় প্রাইভেট কারে ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ৩

    নিজস্ব প্রতিবেদক, বাঘা :রাজশাহীর বাঘায় একটি প্রাইভেট কার আটক করে ফেনসিডিল উদ্ধার সহ ৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও চোলাই মদসহ আরো ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযান পরিচালনা করে বাঘা থানা পুলিশ।
     এ বিষয়ে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান,বৃহসপতিবার ভোরে (১৪/১১/২০১৯) এসআই খন্দকার লুৎফর রহমান, এএসআই মো.মাসুদ ইকবাল, এএসআই মো. রেজাউল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার চন্ডিপুর চেকপোস্ট-এর সামনে একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ১২-২৫৫৫) আটক করে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ বাঘা উপজেলার মহদীপুর সবজি পাড়ার নেক আমলের ছেলে মো.আনোয়ার কবির (৪২), পাবনা জেলার গাছপারা (খাঁপাড়া) গ্রামের আঃ রহমানের ছেলে এনামুল হক স্বপন (২৭), একই জেলার আফরিয়া পূর্ব পাড়ার আলাউদ্দিন হোসেনের ছেলে বেলাল হোসেন জিম (২০) ময়দান পাড়ার মাজেদ হোসেনের ছেলে ফারুক হোসেন (২০)কে গ্রেপ্তার করা হয়েছে।
    বাঘার সীমান্ত এলাকা থেকে ফেনসিডিলগুলো প্রাইভেট কারে বহন করে বিক্রির জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিল। এছাড়াও বিশ লিটার চোলাই মদসহ উপজেলার পিয়াদাপাড়ার আতাহার আলীর ছেলে সেকেন্দার আলী(৫০) ও চকসিংগা গ্রামের বাহার প্রামানিকের ছেলে জামিরুল ইসলাম (৪৮)কে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রজু করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728