Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘায় প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত


    নিজস্ব প্রতিবেদক ,বাঘা:
    শিক্ষার গুনগতমান উন্নয়নে অনুষ্ঠিত মা সমাবেশে বক্তারা বলেছেন, শিক্ষার কোন বিকল্প নাই। শিক্ষার্থীদের ভাল ফলাফল আশা করলে, শিক্ষকদের পাশা-পাশি অভিভাবকদেরও দায়িত্ব পালন করতে হবে। প্রত্যেক মা-বাবাকে তার সন্তানের দিকে নজর দিতে হবে।
    মঙ্গলবার (৫-১১-১৯) ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালেকের সভাপতিত্বে উপজেলার খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবশে প্রধান অতিথীর বক্তব্যকালে উপজেলা শিক্ষা অফিসার এবিএম সানোয়ার হোসেন বলেন, শুধু স্কুল শিক্ষকদের উপর ভরসা না করে ছেলে-মেয়েদের নিয়ে পড়াতে বসবেন। এক ঘরে পড়তে বসিয়ে আরেক ঘরে টিভি কিংবা অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকবেননা। সন্তানকে সুশিক্ষিত করতে হলে অভিভাবকদের আন্তরিকতা দরকার। এ সময় শিক্ষকদেরও  সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান এই শিক্ষা অফিসার।

    সভায় বিশেষ অতিথী হিসেবে Ÿক্তব্য রাখেন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার দিলরুবা ইয়াসমিন,গড়গড়ি ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম। উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরাসহ শিক্ষক ও  শিক্ষার্থী  মা অভিভাবক।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728