বাঘায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ’র উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৬-১১-১৯) আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও বিভাগের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সপ্তাহব্যাপি কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা ও স্টেশন ইনচার্জ মোশারফ হাসেন পতাকা উত্তোলন করেণ। এর আগে স্টেশন ইনচার্জ মোশারফ হোসেনের নেতৃত্বে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা কুচ কাওয়াজ প্রদর্শন সহ নির্বাহী কর্মকর্তাকে সম্মান প্রদর্শন করেন। বাঘা উপজেলা ফায়ার স্টেশন এর আয়োজন করে।
ফায়ার স্টেশন সূত্র জানায়, চলতি সপ্তাহে তাঁরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে কি ভাবে আগুন নিভাতে হয় সে সম্পর্কে শিক্ষার্থীদের ধারনা দেবেন। সেই সাথে দুর্ঘটনা কবলিত রুগী তাদের গাড়িতে হাসপাতালে পৌঁছানো ও পানিতে ডুবে মৃত্যু বরণ করা রুগী উদ্ধার সম্পর্কে রাস্তায় মাইকিং এর মাধ্যমে প্রচার-প্রচারণা এবং মোবাইল নম্বর প্রদান করবেন।
No comments