সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হলেন এস এম সোহেল
সিরাজগঞ্জ প্রতিনিধি :
কেন্দ্রীয় ছাত্রলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের পূনাঙ্গ কমিটি ঘোষনা করা হয়। সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি /সা.সম্পাদক এর সুপারিশক্রমে এ কমিটি অনুমোদন দেন, কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান জয়। ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক লেখক ভট্রাচার্জ। সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের ঘোষিত এ কমিটিতেই
সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এস এম সোহেল।
তিনি বলেন, কৃতিজ্ঞতা প্রকাশ করছি মহান রাব্বুল আলামিনের নিকট। এবং শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ও তার পরিবারের সকল শহিদদের শ্রদ্ধার সাথে স্মরন করছি।এবং চিরকৃতিজ্ঞতা প্রকাশ করছি সিরাজগঞ্জ ২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য সিরাজগঞ্জের উন্নয়নের রূপকার সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সংগ্রামী ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জননেতা অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপির নিকট। ধন্যবাদ কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি /ভারপ্রাপ্ত সা.সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি /সা.সম্পাদকে।
এস এম সোহেল বলেন, আমি ছোটবেলা থেকেই বঙ্গবন্ধুকে আমার মনের ভিতরে ধারন করি। এবং বঙ্গবন্ধুর দেশের প্রতি ভালোবাসা দেখে আমিও তাকে ভালোবাসি এবং এই ভালোবাসা থেকেই তার নিজে হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের যোগ দেই।
আমি গর্ববোধ করি আমি একজন বাংলাদেশ ছাত্রলীগের মত এত বড় সংগঠনের কর্মী হতে পেরে। রাজনীতি করতে হলে নীতি থাকতে হবে, সত্য কথা বলার সাহস থাকতে হবে।ছাত্ররাজনীতি মানে নিঃস্বার্থে ছাত্রদের ন্যায্য অধিকারের লড়াই এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা।
পরিশেষে তিনি বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমি এবং আমার পরিবার সবসময় কাজ করব।
বিগত ২০০৬ থেকে ২০১৩ সাল পর্যন্ত সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, এর পর ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত বহুলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং ২০১৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক হিসেবে শুনামের সহিত দায়িত্ব পালন
করেছেন। এস এম সোহেল তার রাজনৈতিক কর্মকান্ড সচ্ছতার কারনেই এই জেলা ছাত্রলীগের গুরত্ব পূন পদ পেয়েছেন।
No comments