Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘা সীমান্তে পতাকা বৈঠকে তিন বাংলাদেশি জেলেকে ফেরত দিল বিএসএফ

    নিজস্ব প্রতিবেদক ,বাঘা:
    রাজশাহী বাঘা উপজেলার সীমান্ত থেকে তিন জেলেকে ধরে নিয়ে যাওয়ার পর পতাকা বৈঠকে তাদেরকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
    এর আগে মঙ্গলবার সকাল ৮টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্ত ঘেঁষা বাঘা উপজেলার আতারপাড়া এলাকার পদ্মা নদীতে মাছ ধরার সময় সীমানা অতিক্রম করার অভিযোগে বাংলাদেশী ৩ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়।
    আটককৃত জেলেরা হলেন- বাঘা উপজেলার মীরগঞ্জের ভানুকর চাইপাড়ার খলিল ব্যাপারির ছেলে বাবু ব্যাপারী (৩০),চারঘাট উপজেলার রাওথা গ্রামের ইয়াজলের ছেলে এনামুল হক (৪৫),একই গ্রামের সাজদার রহমানের ছেলে হাসিবুল ওরফে ডাবু (২০)।
    রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি), মীরগঞ্জ বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল মান্নান বলেন, তাদের ফিরিয়ে আনার জন্য আলাইপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার চিঠি দিয়ে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানানো হয়। তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে মঙ্গলবার বিকেল ৪ টায় পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেন বিএসএফ। পরে তাদের ক্যাম্পে নেওয়া হয়। আইনি প্রক্রিয়ায় মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।
    স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকার আতারপাড়ার পদ্মা নদীতে মাছ ধরতে যায় ওই তিন জন জেলে। জাল উঠানোর সময়,ভারতের সীমানায় অনুপ্রবেশের অভিযোগে ওই দেশের বিএসএফ বাংলাদেশী নাগরিক ওই ৩ জেলেকে ধরে নিয়ে যায়।
    রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি), এর আলাইপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আবু তালেব বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতের বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমন্ডারকে চিঠি দেওয়ার পর,তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেয়।
    এর আগে ২৩ নভেম্বর ভারতের সীমানায় অনুপ্রবেশের অভিযোগে ওই দেশের বিএসএফ কর্তৃক বাংলাদেশী নাগরিক দুই কৃষককে আটকের পর তাদের বিরুদ্ধে ভারতের জলঙ্গি থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে ভারতের বিএসএফকে পতাকা বৈঠকের আমন্ত্রন জানিয়ে চিঠি দিয়েছিল াালাইপুর  বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার। সন্মতি জানালেও পরে সাড়া দেননি।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728