Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘায় ১শ’ বোতল ফেন্সিডিলসহ অটোগাড়ির চালক আটক


    বাঘা প্রতিনিধি ঃ
    রাজশাহীর বাঘায় ১শ’ বোতল ফেন্সিডিলসহ অটোগাড়ির চালক আতাউর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।  আতাউর রহমান উপজেলার জোতকাদিরপুর গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে। মঙ্গলবার সকালে উপজেলার চকছাতারি এলাকা থেকে এসআই সইবুর রহমানের নের্তেৃত্বে পরিচালিত পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করে।
    পুলিশ জানায়, উপজেলার মালিয়ানদহ গ্রামের পলান শেখের ছেলে নাজিম উদ্দিন একজন ফেন্সিডিল ব্যবসায়ী। আতাউর রহমানের অটোগাড়িতে করে ফেন্সিডিল নিয়ে বাঘা বাজার এলাকায় আসছিল। এ সময় গোপন সংবাদের ভিক্তিতে বাঘা থানার এসআই সইবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অটোগাড়ির পথরোধ করে। পরে অটোগাড়ি চার্জ করে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তাদের দুইজনকে আসামী করে মাদকদ্রব্য আইনে মামলা দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বাঘা থানার ওসি নজরুল ইসলাম।


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728