বাঘা উপজেলা রুস্তমপুর বাজারের মোদি খানার দোকানে দূর্ধর্ষ চুরি
নিজস্ব প্রতিবেদক, বাঘা:
বাঘা উপজেলা রুস্তমপুর বাজারের মোদি খানার মালামাল বিক্রেতার দোকানে দূর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।আজ মঙ্গলবার দুপুরে দোকানের টিন কেটে চুরি হয়ে যায় দোকানের মালামাল। মোঃ রবিউল সরকার এর দোকানের টিনের দেয়াল কেটে মোট প্রায় ৩০-৪০ হাজার টাকার মুদিখানার মালামাল ও টাকা চুরি করে নিয়ে যায় বলে জানিয়েছেন দোকান মালিক রবিউল সরকার।
তিনি জানান, গত শুক্রবার আমার পাশের দোকানদার মোহাম্মদ হান্নান এর দোকান ও চুরি হয়। আজ দুপুরবেলা আমার দোকান চুরি হয়ে যায়। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার দুপুর ১২.৩০ মিনিটে দোকানে তালা দিয়ে তিনি বাড়ী চলে যান। পরে দুপুর ২.৩০ মিনিটে দোকানে এসে তিনি দেখেন , সাবান, তেল, সিগারেট নগদ ১০ হাজার টাকা দোকানের অন্যান্য মালামালসহ নগদ টাকাগুলো চুরি হয়ে গেছে। তিনি দেখেন দোকানের পশ্চিম পাশের টিনের দেয়ালের একটি স্থান কেটে চোরেরা দোকান থেকে মালামাল সরিয়েছে ।
এ ব্যাপারে চা দোকানদার মোহাম্মদ হান্নান আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, সে সময় আমার দোকান বন্ধ ছিল পরবর্তীতে আমি বিষয়টি শুনেছি ঠিক একই কায়দায় আমার দোকান ও চুরি হয়েছিল বলে জানান তিনি।
বিষয়টি থানায় অবগত করা হয়েছে কিনা জানতে চাইলে দোকানদার মোঃ রবিউল সরকার জানান পরিবারের সঙ্গে বসে সিদ্ধান্ত নিয়ে জানাবেন।
No comments