বাঘায় আগুনে ঘর পুড়ে ক্ষতি হলো ৩লক্ষ টাকার
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় চাচাতো দুই ভাইয়ের বাড়িতে আগুন লেগে ৩টি ঘর পুড়ে প্রায় দুই লক্ষ টাকার মালামাল ভস্মিভূত হয়েছে। ফায়ার সার্ভিসের দল সেখানে পৌঁছানোর আগেই ঘরগুলো পুড়ে মালামাল ভস্মিভূত হয়। তবে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন করে পাশের বাড়িগুলো রক্ষা করতে সক্ষম হয়েছে বাঘা ফায়ার সার্ভিস দল। সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা মধ্য পাড়া গ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ সিদ্দিকুর রহমান আফসার আলীর ছেলে এবং রুস্তম আলী খুদি মকছেদ আলীর ছেলে। খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু ও নির্বাহী অফিসার শাহিন রেজা ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষনিক ক্ষতিগ্রস্থ পরিবারকে শুকনা খাবার ও শীতবস্ত্র কম্বল প্রদান করেছেন। এ সময় উপস্থিত ছিলেন বাউসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুর রহমান।
বাড়ির মালিক সিদ্দিকুর রহমান জানান,তার চাচাতো ভাই খুদির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এতে তার বাড়ির ২টি ঘর পুড়ে ধান, গম, চাল ও আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ভস্মিভ‚ত হয়েছে। এতে তার ক্ষতি হয়েছে প্রায় দুইলক্ষ টাকার। একই আগুন থেকে চাচাতো ভাই রুস্তম আলী খুদির একটি ঘর পুড়ে প্রায় ১লক্ষ টাকার ক্ষতি হয়েয়ে। রুস্তম আলী খুদির মালামাল, আসবাবপত্রসহ ৩০ হাজার টাকার ক্ষতি ১ লক্ষ টাকার মালামাল উদ্ধার হয়েছে। বাঘা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোশারফ হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন করে পাশের বাড়িগুলো রক্ষা করতে সক্ষম হয়েছেন ।
চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু ও নির্বাহী অফিসার শাহিন রেজা জানান, ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
No comments