Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘা প্রেস ক্লাবের নির্বাচন সভাপতি লতিফ, সম্পাদক নুরুজ্জামান, সাংগঠনিক আসলাম


    বাঘা (রাজশাহী) প্রতিনিধি ঃ                                   
    রাজশাহীর বাঘা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে ২৪ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।  মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে আবদুল লতিফ মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে এ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুল লতিফ মিঞা (দৈনিক সমকাল/দৈনিক বার্তা), সহ-সভাপতি গোলাম তোফাজ্জল কবীর মিলন, (দৈনিক আলোকিত বাংলাদেশ/রাজশাহী সংবাদ) সাধারণ সম্পাদক নুরুজ্জামান (দৈনিক ইত্তেফাক/সানশাইন), যুগ্ম সাধারণ সম্পাদক আমানুল হক আমান (দৈনিক যুগান্তর/দৈনিক সোনার দেশ), সাংগঠনিক সম্পাদক আসলাম আলী (দৈনিক নয়াদিগন্ত/গণধ্বনি প্রতিদিন), অর্থ সম্পাদক লালন উদ্দিন (দৈনিক কালের কন্ঠ/দৈনিক সোনালী সংবাদ), মানবাধিকার ও সমাজ কল্যান সম্পাদক আখতার রহমান (দৈনিক সত্য খবর), প্রচার সম্পাদক আশরাফুল আলম (দৈনিক বাংলাদেশ খবর/রাজশাহী প্রতিদিন), দপ্তর সম্পাদক ফজলুর রহমান মুক্তা (দৈনিক দিনকাল), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জহুরুল ইসলাম (সাপ্তাহিক পদ্মা প্রবাহ), সাহিত্য সম্পাদক আবদুস সালাম (দৈনিক স্বদেশ প্রতিদিন), তথ্য ও প্রকাশনা সম্পাদক আবদুল কাদের নাহিদ (সাপ্তাহিক ঈশ্বরদী)।
    কার্যকরি কমিটির সদস্যরা হলেস- আবুল কালাম মুহম্মদ আজাদ (দৈনিক প্রথম আলো), আবদুল হানিফ মিঞা (সাপ্তাহিক একুশের কন্ঠ), শাহানুর আলম বাবু (দৈনিক আমাদের সময়/দৈনিক আমাদের রাজশাহী)আবদুল হামিদ মিঞা (দৈনিক আলোকিত সময়/নতুন প্রভাত), কামরুজ্জামান রিপন (সাপ্তাহিক লালপুর বার্তা), মঞ্জুরুল আলম মাসুম (ডেইলি আর্থ), নাহিদা ইয়াসমিন লাকী (দৈনিক রাজ বার্তা), কামরুল হাসান (দৈনিক বাংলাদেশ বার্তা), আবুল কালাম মিঠু (দৈনিক উত্তর বার্তা), মোহাম্মদ মিলন আলী (অল নিউজ বিডি ডট কম),  দোয়েল মোল্লা (সোনার দেশ ফটো), হাসানুজ্জামান প্রিন্স (পিটিপি মিডিয়া ফটো)।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728