বাঘায় চুরির আতঙ্কে দিনেও পেঁয়াজ ক্ষেত পাহারা
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
পেঁয়াজের দাম কমে গেলেও চুরির আতঙ্ক বিরাজ করছে কৃষকদের মাঝে। যার কারণে জনবিছিন্ন ফাঁকা এলাকায় আবাদ করা পেঁয়াজের ক্ষেত পাহারা দিতে হচ্ছে কৃষকদের। মঙ্গলবার (২৪-১২-১৯) উপজেলার আড়ানী হামিদকুড়া গ্রামের মাঠে পেঁয়াজ ক্ষেত পাহারা দিতে দেখা গেল কৃষককে। দানেশ মন্ডল নামের এই কৃষক জানান, দামের কারণে কদর বেড়েছে পেঁয়াজের। পেঁয়াজ চুরির ভয় বেশি। তাই রাতে ছাড়াও দিনেও পাহারা দিতে হচ্ছে। বিগত বছর এভাবে পেঁয়াজের ক্ষেত পাহারা দিতে হয়নি। এ বছর এক বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছেন তিনি।
সরেরহাট পালপাড়া গ্রামের দুলাল হোসেন জানান, চুৃরির ভয়ে এ বছর পেঁয়াজ চাষীদের চোখে ঘুম নেই। ফলন কম হলেও চুরির ভয়ে আর বেশি দামের আশায় অনেকেই পেঁয়াজ তুলতে শুরু করেছেন। উপজেলার পদ্মার চরে ৭ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করছেন তিনি। মশিদপুর গ্রামের আসলাম আলী জানান, বাজারে নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। প্রতি বিঘা জমিতে ৩৫ থেকে ৪০ মন পেঁয়াজ উৎপাদন হচ্ছে। যা পূর্ণ মৌসুমের তুলনায় অনেক কম। আগের তুলনায় দামও অনেক কমে গেছে। বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শফিউল্লাহ সুলতান জানান, চলতি বছর উপজেলায় পেঁয়াজ চাষাবাদ হয়েছে ৮৮০ হেক্টর জমিতে। তবে আগের চেয়ে বর্তমানে অনেকটায় কম দামে বিক্রি হচ্ছে। আশা করছি আগামী সপ্তাহের মধ্যে পেঁয়াজের বাজার আরো কমে যাবে।
No comments