বাঘায় ভেজাল গুড় তৈরীর কারখানায় অভিযান, জরিমানা-গুড় তৈরীর উপকরণ ধ্বংস
বাঘা (রাজশাহী)প্রতিনিধি ঃ
রাজশাহীর বাঘায় ভেজাল খেজুর গুড় তৈরীর কারখানায় অভিযান চালিয়ে কারখানা মালিক মোস্তফা হোসেনকে আটক করে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে।খেজুর রসের সাথে বেশীর ভাগ চিনিসহ, আটা, হাইড্রোস, ফিটকারি, সোডা, চুন, নারিকেলের তেল, রং মিশ্রন করে গুড় তৈরীর সময় উপজেলা সুলতানপুর গ্রামে অভিযান পরিচলনা করে মোস্তফা হোসেনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার শাহিন রেজা কারখানা মালিকের ৭০ হাজার টাকা অর্থদন্ডে রায় প্রদান করে গুড়সহ গুড় তৈরীর উপকরণ ধবংস করেন।দন্ডপ্রাপ্ত মোস্তফা বাঘা উপজেলার সুলতানপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে। বুধবার(১৮ডিসেম্বর) সন্ধ্যায় তার গুড় তৈরীর কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
বাঘা থানার ওসি নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
No comments