প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় বিভাগেও শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান লাভলু
বাঘা (রাজশাহী) প্রতিনিধি ঃ
প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বিভাগেও শ্রেষ্ঠ হয়েছেন, রাজশাহীর বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু। প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে রোববার (২৯-১২-১৯) বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে তার নাম ঘোষণা করা হয়। এর আগে তাকে রাজশাহী জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেয়া হয়েছিল। তিনি রাজশাহীর জেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও উপজেলার ঢাকাচন্দ্রগাথি গ্রামের বাসিন্দা।
উপজেলা চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু বলেন, এর আগে গত ২৪ ডিসেম্বর মৌখিক পরীক্ষা গ্রহন করা হয়েছিল। বাঘা উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার এবিএম সানোয়ার হোসেন বলেন, রাজশাহী বিভাগের আটটি জেলায় ৬৬টি উপজেলা রয়েছে। এ সব উপজেলা চেয়ারম্যানদের মধ্যে প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখার জন্য সেরা চেয়ারম্যান বাছাই করা হয়। রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে এ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলুর নাম প্রকাশ করা হয়েছে। এ সংক্রান্ত তথ্য বিভাগীয় কার্যালয় থেকে তিনি পেয়েছেন।
No comments