বাঘায় সেইফ এর কর্মশালা অনুষ্ঠিত
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় দরিদ্র বিমোচন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষে অর্থ মন্ত্রনালয়ের অর্থায়নে স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টশন প্রোগ্রাম (সেইপ) এর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ও পায়াক্ট বাংলাদেশেরর সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা। প্রধান অতিথি হিসেবে এই কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দীন লাভলু। বক্তব্য রাখেন সেইপ এর প্রোগ্রাম কোঅডিনেটর আরীফুল হক। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলী, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া আজিজ সরকার, অধ্যক্ষ নছিম উদ্দীন, সামরুল হোসেন, ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম, শফিকুর রহমান শফিক, উপজেলা কৃষকলীগের সভাপতি শফিকুল ইসলাম শফি, এনজিও প্রতিনিধি শাহাজান আলী, সমাজ সেবা অফিসার আবদুল হান্নান, যুব উন্নয়ন কর্মকর্তা শাখাওয়াত, মহিলা বিষক কর্মকর্তা পংকজ কুমার, পল্লী উন্নয়ন কর্মকর্তা ইমরান আলী, সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাদুলুর রহমান খান, ইমাম শফিকুল ইসলাম, বাঘা প্রেস ক্লাব সভাপকি আবদুল লতিফ মিয়া, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা শাখার সভাপতি আমানুল হক আমান, সাধারণ সম্পাদক লালন উদ্দীন, প্রতিবন্ধী সাইফুল ইসলামসহ এ কর্মশালায় ৩০ জন অংশ গ্রহণ করে।
No comments