Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘায় দু’পক্ষের উত্তেজনায় পৌর বিএনপির ওয়ার্ড কমিটি গঠন পন্ড


    বাঘা (রাজশাহী) প্রতিনিধি                     
    রাজশাহীর বাঘায় দু’পক্ষের উত্তেজনায় আড়ানী পৌর বিএনপির ওয়ার্ড কমিটি অবশেষে পন্ড হয়ে গেছে।  বৃহস্পতিবার (২৬-১২-১৯) বিকেলে আড়ানী ইউনিয়ন পরিষদ মাঠে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কমিটি গঠনের আয়োজন করা হয়। আলোচনার শুরুতেই পৃথক পৃথকভাবে সেখানে বসে, দুই পক্ষের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদের প্রার্থী ও তার সমর্থকরা। এতে সমর্থন আদায়ের জন্য সভাপতি প্রার্থী আজাম্মেল হোসেনের বিরুদ্ধে অন্য ওয়ার্ড থেকে লোজজন নিয়ে আসার অভিযোগ করেন আরেক সভাপতি প্রার্থী  মকবুল হোসেন। আজাম্মেল দাবি করেন মুকুলের লোক কম থাকায় অনৈতিক দাবি করে মুকুল। এনিয়ে  উভয়ের পক্ষের তর্ক বিতর্কের এক পর্যায়ে উত্তেজনা দেখা দেয়। আড়ানী পৌর বিএনপির আহবায়ক জাহিদ হোসেন মাষ্টার বলেন,  অশান্ত পরিস্থিতির কারণে কমিটি গঠন স্থগিত করা হয়েছে।
     আড়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক রফিকুল ইসলাম জানান, উত্তেজনার খবর পেয়ে সেখানে গিয়ে  বলেন, পরিষদের মাঠে কোন হট্রগোল করতে দিবেননা। এর পর আয়োজকরা কমিটি গঠন না করে চলে যায়। অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, আইন শৃঙ্খলার অবনতির আগেই কমিটি গঠনের কাজ বন্ধ রেখে তারা চলে গেছে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728