চারঘাটে নদীতে মাছ ধরতে গিয়ে এক জেলে নিখোঁজ
আব্দুল মতিন, চারঘাট:
চারঘাটে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে আমিরুল ইসলাম (৩৮) নামের এক জেলে নিখোঁজ হয়েছে। সে উপজেলার দক্ষিণ পিরোজপুর গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে জামাই বলে জানা গেছে। খবর পেয়ে চারঘাট ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল পদ্মায় উদ্ধার কাজ শুরু করে। সোমবার বিকেলে নিখোঁজের এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দক্ষিণ পিরোজপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে নাসির উদ্দিন (৩২) ও তার মেয়ে জামাই আমিরুল ইসলাম সোমবার দুপুরের দিকে প্রতিদিনের মত পদ্মা নদীতে মাছ ধরতে যায়। এরপর বিকেল সাড়ে চারটার দিকে পদ্মার চরে জাল থেকে মাছ ছাড়ানোর সময় মাছ ধরার নৌকাটি হাত থেকে ফসকে যায়। পরে আমিরুল ইসলাম সাতাঁর দিয়ে নৌকাটি ধরতে গিয়ে নদীর পানিতে তলিয়ে যায়।
এসময় তার সাথে থাকা নাসির চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। এ ঘটনা দুর থেকে দেখতে পেয়ে চরের থাকা অন্যরা এগিয়ে এসে নাসিরকে অচেতন অবস্থায় উদ্ধার করে। তবে নদীর পানিতে তলিয়ে যাওয়া আমিরুলকে উদ্ধার করতে পারেনি স্থানীয়রা। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আমিরুলকে উদ্ধারের কাজ শুরু করেছিল ফায়ার সার্ভিসের ডুবুরীদল।তবে সন্ধা ৬ টার দিকে আলোর সল্পতার কারনে উদ্ধার কাজ বন্ধ করা হয়েছে।
এ ঘটনায় নিখোজ ইামিরুলের পরিবারে চলছে শোকের মাতম। সংবাদ পেয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা নিখোঁজ আমিরুলের বাড়ীতে গেলে আমিরুলের স্ত্রী ববিতা বেগম বলেন, নিখোজ আমিরুলের বাড়ী সিলেট জেলার বালুরচর গ্রামে। সে ওই এলাকার আব্দুল হাকিমের ছেলে। গত কয়েক বছর পুর্বে তার সাথে বিয়ে হয়। এরপর থেকে আমিরুল ইসলাম ঘর জামাই হিসেবে পিরোজপুরে বসবাস করতেন। তার ৬ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
চারঘাট ফায়ার সার্ভিস অফিসের ফায়ারম্যান কল্লোল সরকার জানান, খবর পেয়ে বিকেলেই উদ্ধার অভিযান শুরু করা হয়।তবে আলোর সল্পতার কারনে আজকের মত উদ্ধার কাজ বন্ধ করা হয়েছে।আগামীকাল সকাল থেকে আবারও উদ্ধার কাজ শুরু হবে।##
No comments