ফুটপাত দখল মুক্ত করতে ব্যর্থ চারঘাট পৌরসভা!
আব্দুল মতিন, চারঘাট:
রাজশাহীর চারঘাট পৌরসভার অধিকাংশ ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। এতে পথচারীদের পোহাতে হচ্ছে ভোগান্তি। বছরের পর বছর এ অবস্থা চললেও পৌর কর্তৃপক্ষ ফুটপাত দখলমুক্ত করার কোনো উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে এলাকাবাসীর।
জানা গেছে, উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মাসিক আইন শৃঙ্খলা কমিটির একাধিক সভায় বক্তারা পৌরসভার ফুটপাত ও ড্রেন দখল করার দাবী জানান। ফুটপাত ও ড্রেন দখল মুক্ত করতে পৌর কতৃপক্ষ কিছু দিন সময়ের দাবী করেন। কিন্তু দীর্ঘ সময় পরেও পৌর কতৃপক্ষ ফুটপাত ও ড্রেন দখল মুক্ত করতে পারেনি। অবশেষে তারা উপজেলা প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।
চারঘাট পৌরসভা সূত্রে জানা যায়, ১৯৯৮ সালে চারঘাট পৌরসভা গঠন করা হয়। পর্যায়ক্রমে পৌর এলাকার বাজারসংলগ্ন বিভিন্ন সড়কে ব্যবসায়ীরা ব্যবসা-প্রতিষ্ঠান গড়ে তোলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের একক প্রচেষ্টায় ২০১৯ সালে প্রথম শ্রেণির পৌরসভা হয় চারঘাট। বর্তমানে পৌর এলাকার বিভিন্ন সড়কে দোকানসহ ব্যবসা-প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এর মধ্যে অধিকাংশ দোকানই দাঁড়িয়ে আছে ফুটপাত দখল করে। আবার কিছু কিছু প্রতিষ্ঠানের টয়লেটের সংযোগ করা হয়েছে ড্রেনের সাথে।
সরেজমিনে শনিবার পৌর এলাকার চারঘাট ও সরদহ বাজারসংলগ্ন সড়কগুলো ঘুরে দেখা যায়, অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানদার সামনের ফুটপাত দখল করে রেখেছে। কেউ বেঞ্চ বসিয়ে আবার কেউ দোকানের মালামাল ফুটপাতের ওপর রেখে এ দখল বজায় রেখেছেন।
সরদহ এলাকার গৃহিণী লিপি আক্তার ও শোভা খাতুন অভিযোগ করেন, এমনিতেই রাস্তাগুলো অপ্রসশস্ত। ভ্যান, অটো গাড়ি আর মোটরসাইকেল রাস্তার ওপরই রাখা থাকে। ফুটপাত দিয়েও হাঁটার উপায় নেই। ফুটপাতগুলো দোকানিরা দখল করে রেখেছেন। চলাচলে দারুণ বিড়ম্বনায় পড়তে হয়।
চারঘাট পুলিশিং কমিটির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বাদশা বলেন, ফুটপাত দূরে থাক,অনেক সময় রাস্তা দিয়েও হাঁটা যায় না। তিনি অভিযোগ করেন, পৌর কর্তৃপক্ষ পৌরবাসীর স্বার্থ না দেখে ব্যবসায়ীদের স্বার্থ দেখে। তাই দিনের পর দিন এ অবস্থা চললেও পৌর কর্তৃপক্ষ ফুটপাত দখলমুক্ত করতে একেবারে ব্যর্থ।
ফুটপাত দখল করে দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান চালানো অন্তত ১০ জন ব্যবসায়ীর সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। তাঁদের মধ্যে জিয়াউল ইসলাম বলেন, দোকানের জায়গা সীমিত। তাই বাধ্য হয়েই দোকানের সামনের ফুটপাতে তাঁরা মালামাল রাখেন। তবে তাঁরা স্বীকার করেন, এভাবে ফুটপাত আটকে রাখাটা তাদের ঠিক হচ্ছে না।
এ বিষয়ে চারঘাট পৌরসভার মেয়র জাকিরুল ইসলাম বিকুল বলেন, আমরা বিভিন্ন সময়ে মাইকিং করে ফুটপাতে বসা দোকানিদের ফুটপাত ছেড়ে দেওয়ার নির্দেশ দিই। দোকানে গিয়ে নিষেধও করি।এটি আমাদের চলমান প্রক্রিয়া।কিন্তু একেবারে দখল মুক্ত করা যায় না।আমরা সবশেষে উপজেলা প্রশাসনের সহযোগিতা চেয়েছি। খুব দ্রুত সমস্যার সমাধান হবে আশা করি।
এ ব্যাপারে চারঘাট উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ নাজমুল হক বলেন, মাসিক আইন শৃঙ্খলা সভায় এ ব্যাপারে পৌর কতৃপক্ষকে একাধিকবার ব্যবস্থা নিতে বলা হয়েছিল।তারা নিজেরা কিছুদিন সময়ও চেয়েছিল। পৌর কতৃপক্ষ দখল মুক্ত করতে সক্ষম হয়নি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুটপাত ও ড্রেন গুলো দখল মুক্ত করতে সব রকম ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।
No comments