Header Ads

  • সর্বশেষ খবর

    চারঘাটে শীতের তীব্রতায় অসহায় হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষগুলো!


    আব্দুল মতিন, চারঘাট: রাজশাহী চারঘাটে গত ৪ দিনে শীতের তীব্রতা বেড়েই চলেছে রাজশাহী সহ সারাদেশে। শীতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বিপদে পড়েছেন বৃদ্ধ, শিশু আর কর্মজীবী মানুষ। ভোরে ঘন কুয়াশার কারণে মানুষ ঘর থেকে বের হয়েছে কম। দেখা মেলেনি সূর্যেরও।
    এদিকে শীতের তীব্রতায় কর্মহীন হয়ে পড়ছেন শ্রমজীবী মানুষ। অলস হয়ে বসে আছেন শ্রমিকরা। শীতের কারণে কয়েকদিন ধরে কাজ নেই। রবিবার (২২-১২-১৯) সকাল থেকেই চারঘাট উপজেলায় লোকজনের উপস্থিতি ছিল সামান্যই।
    সকালে উপজেলার চারঘাট বাজারে ও আশপাশের এলাকাগুলোতে গিয়ে দেখা যায়, আগুন জ্বেলে শীত নিবারণের চেষ্টা করছেন এলাকার কর্মজীবী মানুষরা। তাদের মধ্যে কয়েকজন জানালেন, শীতের কারণে একরকম বসেই দিন পার করছেন তারা।
    উপজেলার পুঠিমারী গ্রামের দিনমজুর মোঃ মন্টু আলী বলেন, এমন শীত আগে কখনো দেখিনি এবারের শীতের জন্য কোথাও কাজকর্মে যায়নি শীত কমলে তারপরে কাজে বের হব ,বলে জানান তিনি
    ঢাকা আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, ডিসেম্বরের শেষে রাজশাহী অঞ্চলে অন্তত একটি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বইতে পারে। আগামী জানুয়ারিতে অন্তত তিনটি মৃদু অথবা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। যার মধ্যে দুটিই রূপ নিতে পারে তীব্র শৈত্যপ্রবাহে। যেখানে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে।
    এছাড়া ফেব্রুয়ারিতেও হানা দেবে অন্তত একটি মৃদু অথবা মাঝারি শৈত্যপ্রবাহ।
    রাজশাহী আবহাওয়া অফিসের  কর্মকর্তা কামাল উদ্দিন বলেন, দিনের তাপমাত্রা ক্রমাগত কমছে। তাপমাত্রা আরেকটু কমতে পারে। এটাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। আগামী ২৩ তারিখের পর দিনের তাপমাত্রা বাড়তে শুরু করবে বলে আশা করা যাচ্ছে। তবে খুব একটা বেশি বাড়বে না।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728