Header Ads

  • সর্বশেষ খবর

    কম্বল হাতে হতদরিদ্র মানুষের পাশে চারঘাটের ইউএনও


    আব্দুল মতিন ,চারঘাট:
    টানা কয়েক দিনের শৈত্যপ্রবাহে দরিদ্র ও অসহায় মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র শীতে গরম কাপড়ের অভাবে কাঁপছে নিম্ন আয়ের মানুষ ও শ্রমজীবীরা। এসব মানুষের কষ্ঠ লাঘবে শীতবস্ত্র (কম্বল) নিয়ে বাড়ি বাড়ি ঘুরে বিতরণ করছেন রাজশাহীর চারঘাট উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ নাজমুল হক।
    প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের পাঠানো কম্বল নিয়ে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অসহায় ছিন্নমূল মানুষের দোরগোড়ায় হাজির হয়ে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন তিনি।
    উপজেলার বড়াল আবাসন, বড়বড়িয়া আবাসন,বিভিন্ন মাদ্রাসা, এতিম খানা ও বিভিন্ন এলাকার প্রায় চার হাজার একশ অসহায় হতদরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।এ সময় কম্বল পেয়ে শীতে কষ্ট পাওয়া মানুষরা খুশিতে আত্মহারা হয়ে যান।
    এ বিষয়ে চারঘাট উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ নাজমুল হক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক শীতবস্ত্র বিতরণের জন্য যে শীতবস্ত্র দেওয়া হয়েছে আমি সেগুলোই দিতে এসেছি।এটা আমার রুটিন মাফিক কাজ।আমার উপজেলার দরিদ্র মানুষ শীতে কষ্ট পাক আমি তা চাই না।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728