চারঘাটে ফেনসিডিল-ইয়াবাসহ আটক ৫
নিজস্ব প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে পৃথক অভিযানে ৩৭৪ বোতল ফেনসিডিল ও ৫০০ ইয়াবাসহ পাঁচ ব্যবসায়ী আটক হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার চকমোক্তারপুর সরকার পাড়া এলাকা থেকে তাদের আটক করে পুলিশ ও র্যাব।
আটকরা হলেন- উপজেলার ইউসুফপুর কারিগরি পাড়ার রফিকুল ইসলামের ছেলে রিংকু আলী, রাজশাহী তালাইমারি বাদুরতলা গ্রামের নজরুল ইসলামের ছেলে নিয়ামুতুল্লা ওরফে সম্রাট, রাওথা গ্রামের ছলেমান আলীর ছেলে হাফিজুর রহমান, একই গ্রামের সাদেক আলীর ছেলে সাদ্দাম হোসেন ও মেরামতপুরের আব্দুল করিমের ছেলে মাসুদ রানা।
চারঘাট মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, চকমোক্তারপুর সরকার পাড়ায় ফেনসিডিল কেনা-বেচা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৭৪ বোতল ফেনসিডিলসহ রিংকু, সম্রাট, হাফিজুর, সাদ্দামকে আটক করে পুলিশ। এ সময় পুলিশের অভিযান টের পেয়ে দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
তিনি আরো বলেন, র্যাবের পরিচালিত একটি অভিযানে ৫০০ ইয়াবাসহ মাসুদ রানাকে আটক করা হয়েছে। পরে তাকে পুলিশে হস্তান্তর করা হয়। এরপর আদালতের মাধ্যমে আটকদের কারাগারে পাঠানো হয়েছে।##
No comments