চারঘাটে টিসিবির পেঁয়াজ কিনতে উপচে পড়া ভিড়
আব্দুল মতিন , চারঘাট:
রাজশাহীর চারঘাট উপজেলায় ন্যায্যমূল্যে টিসিবির মাধ্যমে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে।উপজেলায় আনুষ্ঠানিক ভাবে টিসিবির পেয়াঁজ বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন চারঘাট উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ নাজমুল হক।
মঙ্গলবার পর্যায়ক্রমে চৌমুহনী বাজার,সরদহ বাজার ও চারঘাট বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। চৌমুহনী বাজারের ডিলার মেসার্স হেদায়েত ট্রেডার্স ন্যায্যমূল্যের এ পেঁয়াজ বিক্রি করছে।
এদিকে, লাগামহীন পেঁয়াজের দাম থাকায় টিসিবির ন্যায্যমূল্যে বিক্রির খবরে সকাল ৯টা থেকেই ভিড় করতে শুরু করেন ভুক্তভোগী ক্রেতাসাধারণ। এসময় জনপ্রতি বরাদ্দ দুই কেজি করে পেঁয়াজ সংগ্রহে নারী-পুরুষের দীর্ঘ লাইন চোখে পড়ে।
টিসিবির ডিলার মেসার্স হেদায়েত ট্রেডার্স এর মালিক হেদায়েত উল্লাহ বলেন,আমরা তিন টন পেঁয়াজ পেয়েছি।এগুলো উপজেলার তিন জায়গায় বিক্রি করা হচ্ছে।
টিসিবির ন্যায্যমূল্যের পেঁয়াজ বিতরণের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নাজমুল হক বলেন, টিসিবির ঊধ্বর্তন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। পেঁয়াজের এখন পর্যাপ্ত মজুদ রয়েছে। উপজেলার বিভিন্ন জায়গায় ন্যায্যমূলে পেঁয়াজ বিক্রি কার্যক্রম অব্যাহত থাকবে।
No comments