Header Ads

  • সর্বশেষ খবর

    সূর্যের দেখা পেলো চারঘাটবাসী


    নিজস্ব প্রতিবেদক, চারঘাট:
    ছয় দিনের কুয়াশা ভেদ করে চারঘাটে সোমবার (২৩ ডিসেম্বর) সূর্য দেখা দিয়েছে। ততটা তেজ না থাকলেও সূর্য উঠাতেই তীব্র ঠান্ডার মধ্যে কিছুটা উষ্ণতার পরশ মিলছে চারঘাট বাসীর। চারঘাট ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলেও সূর্য দেখা গেছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সোমবার  থেকে তাপমাত্রা বাড়তে শুরু করেছে।
    আবহাওয়া অফিস জানায়, রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সূর্যের দেখা পাওয়া গেছে। আগামী দুই তিনদিন তাপমাত্রা আরও বাড়বে। তবে শীতের অনুভূতি থাকবে।
    আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে,  আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘনকুয়াশা পড়তে পারে। রাজশাহী ও বেশকিছু জেলাগুলোর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
    এদিকে চলতি মাসের শেষে বৃষ্টি এবং বৃষ্টির পর পর তাপমাত্রা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে শৈত্যপ্রবাহের আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর।
    রাজশাহী আবহাওয়া অফিস বলেন, এ মাসের ২৫-২৬ তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দেশের বেশিরভাগ অঞ্চলেই  কম বেশি বৃষ্টি হবে। আর ২৭ তারিখ থেকে আবার তাপমাত্রা কমে যাবে। এসময় তাপমাত্রা ১০ এর নিচে নেমে গেলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে বৃষ্টি হলে তাপমাত্রা কমতে থাকবে আবার।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728