Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘায় নতুন বইয়ের গন্ধে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উল্লাস


    বাঘা (রাজশাহী) প্রতিনিধি ঃ           
     শীতের সকালে এ্যাসেমবিøর পর, বছরের প্র্রথম দিন নতুন বই পেয়ে ক্লাশে উল্লাসে মেতে উঠে শিক্ষার্থীরা। সকলের সাথে এমন উল্লাসে মেতে উঠেছিল বাঘা বুদ্ধি ও অটিষ্টিক প্রতিবন্ধী বিদ্যালয়ের  প্রতিবন্ধী শিক্ষার্থীরাও। অভিভাবকের সাথে খালি হাতে বিদ্যালয়ে এসে নতুন বই নিয়ে বাড়ি ফেরেন এসব শিক্ষার্থীরাও।  আব্দুল লতিফ মিঞার সভাপতিত্বে প্রতিবন্ধী বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করেণ, অনুষ্ঠানের প্রধান অতিথি, উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুল হান্নান,বিশেষ অতিথি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার মনোয়ারুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হালিম মোল্লা, মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নছিম উদ্দীন, আ’লীগ নেতা মাসুদ রানা তিলু,সিরাজুল ইসলাম মন্টু,কাউন্সিলর মোশারফ হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতা সুজিত কুমার বাকু পান্ডে,উপজেলা পষিদের সাবেক নারি ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা। প্রধান শিক্ষক মাজেদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের দাতা সদস্য আনোয়ার হোসেন,পরিচালক সাইফুল ইসলামসহ বিদ্যালয়ের ৩৫জন শিক্ষক-কর্মচারি।

    উপজেলা সদরে বাঘা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন, প্রধান অতিথি সহকারি কমিশনার (ভুমি) আল্পনা ইয়াসমিন। বিশেষ ছিলেন, ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক পৌর মেয়র আক্কাছ আলী, অভিভাবক সদস্য প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু,উপাধ্যক্ষ ওয়াহিদ সাদিক কবীর,বিশিষ্ট সমাজ সেবক এ্যাডভোকেট আবদুল হান্নান, সাবেক ইউপি চেয়ারম্যান মনোয়ারুল ইসলাম মামুন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনঞ্জারুল ইসলামসহ ও শিক্ষক-অভিভাবক সেখানে উপস্থিত ছিলেন।
    বুধবার (১-১-২০২০)  সময়সূচি অনুযায়ী উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নতুন বই। উপজেলা  নির্বাহি অফিসার,শিক্ষা অফিসার,উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগন বিদ্যালয়ে গিয়ে,প্রধান শিক্ষক,ম্যানেজিং কমিটির সদস্যসহ এলাকার সুধিজনদের সাথে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে তুলে দেন  বছরের প্রথম দিনে নতুন বই ।
     সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,উপজেলার ৪৬টি মাধ্যমিক বিদ্যালয়, ১০ ভোকেশনাল বিদ্যালয়, ৯টি দাখিল মাদ্রাসাসহ মোট ৬৫টি প্রতিষ্ঠানের ৬ষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেনি পর্যন্ত ১৮ হাজার ৭৯০ জন শিক্ষার্থীর মাঝে ৮৩ হাজার ২৯০ হাজার নতুন বই বিতরণ করা হয়েছে।
    অপরদিকে ৭৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২২টি কেজি স্কুল, ৮টি ব্র্যাক স্কুল সহ মোট ১০২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেনি পর্যন্ত প্রায় সাড়ে ২২ হাজার শিক্ষার্থীর মাঝে ৯৮ হাজার ৭শ’ নতুন বই বিতরণ করা হয়েছে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728