Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘায় জাতির পিতাকে শ্রদ্ধা জানিয়ে ক্ষণ গননা শুরু

    বাঘা(রাজশাহী) প্রতিনিধি:
    রাজশাহীর বাঘায় জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে ক্ষণ গননা যন্ত্র স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বিকেল ৫টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হাজার-হাজার জনতা।
    ১০ জানুয়ারি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিববর্ষ উদযাপনের ক্ষণ গননা উপলক্ষে বর্ণিল সাজে সজ্জিত করা হয় বাঘা উপজেলা পরিষদ চত্বর। আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাতীর পিতার স্বদেশ, প্রত্যাবর্তন উপলক্ষে গম্ভিরা। বিকেল সাড়ে ৪টায় সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেখানো হয় আজকের দিনে যুক্তরাজ্যের একটি বিশেষ বিমানে জাতীর পিতার স্বদেশ প্রত্যাবর্তনের রূপক আলোকবর্তিকা এবং প্রধানমন্ত্রীর ক্ষণ গননা অনুষ্ঠানের ভাষণসহ উদ্বোধনী অনুষ্ঠান।
    এদিকে, প্রধানমন্ত্রীর ক্ষণ গননা উদ্বোধনের পরপর বাঘা উপজেলা পরিষদ চত্বরেও ক্ষণ গননা যন্ত্রের শুভ উদ্বোধন করেন বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল।
    এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আল্পনা ইয়াসমিন, বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম, উপজেলা, ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, পৌরসভার মেয়র, সকল ইউপি চেয়ারম্যান, উপজেলার সকল দপ্তরের প্রধান কর্মকর্তা, মুক্তিযোদ্ধা কমান্ডার, আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, সাংবাদিকসহ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নেতৃবৃন্দ।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728