বাঘায় যুবককে গলাকেটে হত্যার ঘটনায় মামলা,রোববার দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক,বাঘা ঃ
রাজশাহীর বাঘায় পদ্মার চরে জাকির হোসেন (২১)কে গলা কেটে জবাই করে হত্যার ঘটনায় অভিযুক্ত ৫জনসহ অজ্ঞাত আরো ৫-৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৫-০১-২০২০) রাতে নিহত জাকির হোসেনের পিতা আবদুল খালেক মোল্লা বাদি হয়ে হত্যা মামলাটি দায়ের করেছেন।
পুলিশ জানায়, শুক্রবার রাতের যে কোন সময়ে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের ৩নম্বর কালিদাশখালি নিজ গ্রামের মটর ক্ষেতের মধ্যে তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে জবাই করে হত্যা করা হয়। এদিন রাত ৯টায় ঔষধ কেনার জন্য বাড়ি থেকে চকরাজাপুর বাজারে বের হয়েছিল জাকির হোসেন। বাড়ি ফেরা না দেখে রাত সাড়ে ১১টা পর্যন্ত তাকে খুঁজে পাননি পরিবার। পরের দিন শনিবার সকালে নিজ গ্রামের রাশিদুলের মটরক্ষেতে তার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে পাঠান।
রোববার দুপুরে তার মরদেহ বাড়িতে নেওয়ার পর, এদিন বাদ যোহর চক রাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে দাদপুর গোরস্থানে দাফন করা হয়েছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান,আসামীরা পলাতক থাকায় গ্রেফতার করা যায়নি। তবে অভিযান অব্যাহত রয়েছে। ##
No comments