বাঘায় পুলিশের বিশেষ অভিযানে হত্যা ও সাজাপ্রাপ্তসহ ১৭ জন গ্রেফতার
বাঘা (রাজশাহী) প্রতিনিধি ঃ
রাজশাহীর বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ১৭জন গ্রেফতার হয়েছে। বৃহসপতিবার (৩০-০১-২০২০) মধ্যরাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হত্যা,মাদকসেবনসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের অভিযোগে মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে- ১জন হত্যা,১জন সাজাপ্রাপ্ত,৫জন মাদকসেবনসহ অপর কয়েকজন ওয়ারেন্টভ‚ক্ত।
বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) নজরুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে জানান, এএসপি (সার্কেল) নুরে আলমের নের্তৃত্বে বিশেষ অভিযান চালিয়ে ১৭জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা বিভিন্ন অপরাধের সাথে জড়িত। এরা হলো-হত্যা মামলার আরজেদ আলী,সাজাপ্রাপ্ত শরিফুল ইসলাম ও শিমুল কুমারশীল, সাক্ষায়েত হোসেন, তুহিন, বিশু প্রামানিক, আজিবর, দস্তুল, রিপন, মেরাজুল, মনোয়ারা, আসলাম,ঝন্ট,ু বক্কার, হেলেনা, আবুল কাশেম ও আনবার। বৃহসপতিবার (৩০-১-২০২০) তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।##
No comments