বাঘায় দুস্থদের মধ্যে জাগরণী চক্র ফাউন্ডেশনের শীত বস্ত্র বিতরন
বাঘা (রাজশাহী) প্রতিনিধি ঃ রাজশাহীর বাঘায় জাগরণী চক্র ফাউন্ডেশন (এনজিও)’র উদ্যোগে সুবিধাভুগি দুঃস্থ শীতার্তদের মধ্যে ৪শ’ শীত বস্ত্র হিসাবে ১টি করে কম্বল বিতরন করেছে। মঙ্গলবার (১৪-০১-২০২০) বিকেলে সংগঠনটির বাঘা কার্যালয়ে এই শীত বস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহি অফিসার শাহিন রেজা। উপস্থিত ছিলেন, রাজশাহী অঞ্চলের উপজেলা কর কমিশনার আবুল বাশার,জোনাল ম্যানেজার মোস্তাফিজুর রহমান.এরিয়া ম্যানেজার সৈয়ব আলী,বাঘা শাখা ব্যবস্থাপক রফিকুল ইসলাম,বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা। স্বাগত বক্তব্যকালে জোনাল ম্যানেজার মোস্তাফিজুর রহমান বলেন, শীত বস্ত্র বিতরণ ছাড়াও ফাউন্ডেশনের নিজস্ব খরচে সুবিধাভুগি সদস্যদের অপারেশনযোগ্য জরায়ু টিউমার,জরায়ু ইনফেকশন,জরায়ু প্রলেপ্স,বেষ্ট টিউমার ও চোখের ছানি অপারেশনের সুবিধা দিয়ে থাকে।
No comments