বাঘায় "মানসম্মত আম উৎপাদন শীর্ষক কৃষক প্রশিক্ষণ" অনুষ্ঠিত
বাঘা(রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলায় 'মানসম্মত আম উৎপাদন শীর্ষক কৃষক প্রশিক্ষণ' অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারী) সকালে বাঘা উপজেলা পরিষদ মিলনায়তনে বছরব্যাপি ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় 'মানসম্মত আম উৎপাদন শীর্ষক কৃষক প্রশিক্ষণ' অনুষ্ঠিত হয়েছে।
কমিউনিটি রেডিও বড়ালের সহযোগিতায় হর্টিকালচার সেন্টার রাজশাহী ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যগে এই প্রশিক্ষণটি আয়োজন করা হয়।
প্রতিবছর উৎপাদিত আমের একটি বড় অংশ নষ্ট হয়ে যায় বা দাম কমে যায় শুধুমাত্র সঠিক পদ্ধতিতে রক্ষণাবেক্ষণের অভাবে। এর ফলে কৃষক যেমন ক্ষতিগ্রস্ত হয় তেমন দেশের অর্থনীতিতেও বিরূপ প্রভাব পড়ে। তাই কৃষক ও বাগান মালিকদের সঠিক পদ্ধতিতে আম উৎপাদনের প্রশিক্ষণ প্রদান করতে দিনব্যাপি এই প্রশিক্ষণটি আয়োজন করা হয়।
প্রশিক্ষণের উপ-পরিচালক শামসুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবির হোসেন পরিচালক হর্টিকালচার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মেহেদি মাসুদ, প্রকল্প পরিচালক বছর ব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প এবং কমিউনিটি রেডিও বড়াল এর সিইও। প্রশিক্ষণে অতিথিরা সকলেই মানসম্মত আম উৎপাদনের নানা দিক নিয়ে আলোচনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহীন রেজা বলেন বিভিন্ন অঞ্চলের আবহাওয়ার ভিন্নতার কারণে গাছ গাছ থেকে আম নামানোর সময় এর কিছুটা ভিন্নতা রয়েছে। তিনি আরো বলেন সারাদেশে রাজশাহীর আম বেশ স্বনামখ্যাত এই সুনাম অক্ষুন্ন রাখতে আপনাদের ত্যাগী হতে হবে। অধিক মুনাফা লাভের আশায় অপরিপক্ক আম ফরমালিন দিয়ে পাকিয়ে বাজারজাত করা থেকে বিরত থাকতে হবে।
রেডিও বড়ালের সিইও বলেন কৃষি অফিসের পরিকল্পনা অনুযায়ী গাছ রোপন ও পরিচর্যা করলে আম চাষ হতে পারে একটি লাভজনক ফসল উৎপাদন। তিনি বিস্তারিত তথ্যের জন্য উপজেলা কৃষি অফিস ও রেডিও বড়ালের নিয়মিত কৃষিবিষয়ক অনুষ্ঠান শোনার প্রতি গুরুত্ব আরোপ করেন।
উক্ত প্রশিক্ষণে উপজেলার সাতটি ইউনিয়নের নির্বাচিত ৭৫ জন কৃষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের সভাপতি মহোদয় বলেন পর্যায়ক্রমে ইউনিয়ন পর্যায়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হবে।
No comments