বাঘায় মোটর শ্রমিক ইউনিয়নের দায়িত্ব গ্রহন ও পরিচিতি সভা অনুষ্ঠিত
বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের বাঘা শাখা কার্যালয়ের মনোনীত ২১ সদস্য বিশিষ্ট কমিটির দার্য়িত্ব গ্রহন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার পৌর বাস টার্মিনাল প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেণ, মোটর শ্রমিক ইউনিয়নের বাঘা শাখার সভাপতি আলতাফ হোসেন। সাধারন সম্পাদক মাহাতাব আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, বাঘা পৌর সভার সাবেক মেয়র আক্কাছ আলী,উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলসহ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নের্তৃস্থানীয় ব্যক্তিবর্গ।
সভায়,নব মনোনীত নের্তৃবৃন্দকে যথাযথভাবে দায়িত্ব পালন ও শ্রমিকদের কল্যাণে কাজ করার আহŸান জানিয়ে বক্তারা বলেন, সারাদেশে সড়কের উন্নয়ন ঘটছে। প্রসস্ত রাস্তা-ঘাট, নতুন ব্রিজ হচ্ছে। সেই সাথে চালকদেরও ভালোভাবে গড়ে উঠতে হবে। ##
No comments