রাজশাহীর বাঘা উপজেলা পরিষদের জানুয়ারী মাসের মাসিক সভা অনুষ্ঠিত
বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলা পরিষদের জানুয়ারী-২০২০ সালের মাসিক সভা বৃহস্পতিবার (৯ জানুয়ারী) উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মোঃ লায়েব উদ্দীন লাভলু এর সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহিন রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মোকাদ্দেস, মহিলা ভাইস চেয়ারম্যান, রিজিয়া আজিজ সরকার সহ সকল ইউপি চেয়ারম্যানগণ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত মাসিক সভায় উপস্থিত সকল কর্মকর্তাগণ তাদের নিজ নিজ বিভাগীয় বিষয়ে আলোচনা ও উন্নয়নমূলক কর্মকান্ডের উপর আলোকপাত করেন। আলোচকরা বঙ্গবন্ধুর কর্মজীবনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং মুজিব বর্ষ উদযাপন উপলক্ষ্যে সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য আহ্বান জানান।
No comments