Header Ads

  • সর্বশেষ খবর

    মাদক মুক্ত দেশ গড়ার লক্ষে মীরগঞ্জ বিজিবি ক্যাম্প এর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত


    বাঘা (রাজশাহী) প্রতিনিধি: বাঘার মীরগঞ্জ বিজিবি ক্যাম্প এর উদ্যোগে মাদক মুক্ত দেশ গড়ার অঙ্গীকার নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (২৫ জানুয়ারী) বিকেলে মীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে ১নং বিজিবির নায়েক সুবেদার ও মীরগঞ্জ   
    বিওপির ক্যাম্প অধিনায়ক রেজাউল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা আওয়ামীলীগ সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক রেদওয়ানুর রহমান মাসুম ও মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বকুল, হাবিলদার খন্দকার আবুল বাশার প্রমুখ।

    মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম বলেন বর্তমানে মাদকমুক্ত দেশ গঠনে মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা করেছেন তারই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় মাদক নিয়ে কোন আপস করা হবে না। তিনি আরও বলেন বর্তমানে মাদক নির্মূলে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। আমার ইউনিয়ন এলাকায় মাদকের সাথে কারো কোন সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে সাথে সাথেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সভাপতির বক্তব্যে নায়েক সুবেদার রেজাউল করিম বলেন সীমান্ত এলাকায় মাদক, চোরাচালানকারবারী ও সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে অতন্দ্র প্রহরী হিসেবে নিবেদিত রয়েছে তারই ধারাবাহিকতায় আজ  এই মতবিনিময় সভার আয়োজন। তিনি সীমান্তে কোন ধরনের মাদক এবং অবৈধ অনুপ্রবেশকারীর তথ্য পাওয়া গেলে তা সঙ্গে সঙ্গে বিজিবিকে জানানোর আহ্বান জানান। তিনি মীরগঞ্জ সীমান্ত এলাকায় মাদক মুক্ত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন ।

    উক্ত মতবিনিময় সভায় বিদ্যালয় মাঠে নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728