Header Ads

  • সর্বশেষ খবর

    নতুন বছর ২০২০ নিয়ে আসুক সমৃদ


    রাজশাহীর দর্পণ নিউজ ডেস্ক:
    কালের যাত্রার ধ্বনিতে’ আজ প্রভাতে ‘রবির কর’ দশ দিগন্তে চোখ মেলেছে নতুন দিনে। ’আজি এ ঊষার পূণ্য লগনে উদিছে নবীন সূর্য গগণে..- আবহমান সূর্য একটি পুরানো বছরকে কালস্রোতের উর্মিমালায় বিলীন করে আবার শুরু করলো যাত্রা।
    ১ জানুয়ারি ২০২০ খ্রিষ্টাব্দ। ইংরেজি নতুন বছরের প্রথম দিন। বাংলা আমাদের মাতৃভাষা হলেও জাতীয় জীবনে ইংরেজি সালের ব্যবহারই বেশি। ফলে বলা যায়, ইংরেজি ক্যালেন্ডার বা খ্রিষ্ট দিনপঞ্জি বাংলাদেশ তথা বাঙালি জাতির জীবনের অবিচ্ছেদ্য অংশ।
    শিক্ষা, বাণিজ্য ও প্রশাসনিক ক্ষেত্রে ইংরেজি সালের প্রাধান্য ছিলো প্রাচীন কাল থেকেই। ইংরেজি বছরের প্রথম মাস জানুয়ারি শিক্ষাক্ষেত্রে বড় ধরণের প্রাণচাঞ্চল্য নিয়ে আসে। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এই মাসে শুরু হয় শিক্ষাবর্ষ। শিক্ষার্থীরা এই মাসে ভর্তি হন বিদ্যালয়ে। স্কুলগুলোতে ১ জানুয়ারি পালিত হয় বই উৎসব। শিক্ষার্থীদের হাতে এদিন বিনামূল্যে তুলে দেওয়া হয় নতুন বই।
    বিশেষ করে তরুণ সমাজ বর্ষবিদায়ের রাতে অর্থাৎ ৩১ ডিসেম্বর রাতে নতুন বছরকে স্বাগত জানাতে হৈ হুল্লোড়ে মেতে ওঠে। প্রায় তিন দশক ধরে দেশে পশ্চিমা সংস্কৃতির এই প্রভাব পরিলক্ষিত হচ্ছে।
    রাজশাহীর দর্পণ ২৪.কম এর সকল পাঠক, ও সকল পরিবারের প্রতি ভালোবাসা জানিয়ে, পিছনের দিনগুলো ভুলে সামনে আরেকটি নতুন বছর শুরু করছি আমরা। তাই ইংরেজি নতুন বছর আমাদের জীবনে নিয়ে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। হিংসা, হানাহানি, সহিংসতা ও জঙ্গিবাদের অবসান হোক। ২০২০ সালে বাংলাদেশ উন্নয়নের পথে আরো একধাপ এগিয়ে যাক।


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728