Header Ads

  • সর্বশেষ খবর

    কম্বল নিয়ে শীতার্তদের বাড়িতে উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম

    আব্দুল মতিন, চারঘাট:
    শীতার্ত মানুষের জন্য ব্যতিক্রমী উদ্দোগ গ্রহণ করেছেন রাজশাহীর চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম।
    শীতার্ত ও ছিন্নমুল মানুষের জন্য কম্বল নিয়ে তা বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে বিতরন করছেন তিনি। তার এ উদ্দোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।
    এখন থেকে একটি কম্বলের আশায় শীতার্ত ও ছিন্নমুল মানুষদের আর বসে থাকতে হবে না। জনগনের সেবক হিসেবে তিনি এধরনের উদ্দোগ নিয়েছেন বলে তিনি জানিয়েছেন। ফকরুল ইসলাম কখনো নিজ গাড়িতে, কখনো ভ্যানে ঘুরে ঘুরে সুবিধাবঞ্চিত গরীব ও শীতার্তদের মাঝে এভাবে কম্বল বিতরণ করেছেন। গত কয়েক দিনের কনকনে শীত উপেক্ষা করে তিনি এসব কম্বল বিতরণ করেন।
    এদিকে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বাবু পাড়া গ্রামের ছিন্নমূল ও শীতার্ত মানুষের মাঝেও কম্বল বিতরন করেন।
    এসময় উপজেলা চেয়ারম্যান বলেন, আমার মূল উদ্দেশ্য হলো সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। নিজের দায়বদ্ধতা থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে এটা আমার কর্তব্য। তিনি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তশালী মানুষদের অনুরোধ জানান।
    এসময় চারঘাট পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক একরামুল হক এবং উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রায়হানুল হক রানা প্রমূখ উপস্থিত ছিলেন।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728