চারঘাট উপজেলায় আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত!
আব্দুল মতিন, চারঘাট:
চারঘাট উপজেলা নিমপাড়া ইউনিয়নের আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নিমপাড়া ইউনিয়নের কালুহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ১৮ জানুয়ারি ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নিমপাড়া ইউনিয়নের ১৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ওই ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ লুৎফর রহমান ( সরকারি উপজেলা শিক্ষা অফিসার, চারঘাট, রাজশাহী)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনাব মোঃ আব্দুস সাত্তার (সভাপতি,কালুহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়)।
গত ১৮ জানুয়ারি দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়। এতে উপজেলার নিমপাড়া ইউনিয়নের ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন, উপজেলার নিমপাড়া ইউনিয়ন কালুহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ আলম।
প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোঃ লুৎফর রহমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সুধীজন, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও সদস্যবৃন্দ ছাড়াও শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
No comments