চারঘাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
চারঘাট প্রতিনিধি:
মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’ প্রতিপাদ্য নিয়ে রাজশাহীর চারঘাটে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবাষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ কর্মসূচি পালন করা হয়।
সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে চারঘাট উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, প্রকল্প কর্মকর্তা শামীম আহমেদ, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, চারঘাট পুলিশিং কমিটির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বাদশা, চারঘাট রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সনি প্রমূখ।
সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে সামনের দিকে এগিয়ে নিতে হলে মাদক নির্মুলের কোন বিকল্প নোই। প্রশাসনের একার পক্ষে এটি প্রতিরোধ করা সম্ভব না। দেশের যুব সমাজকে রক্ষা করতে হলে সকলকে সোচ্চার ভূমিকা রাখাসহ এলাকাভিত্তিক মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
No comments