নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত চারঘাটের শিক্ষার্থীরা
মোঃ নবী আলম চারঘাট:
নববর্ষের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উল্লাসে মেতেছে চারঘাট উপজেলার শিক্ষার্থীরা। আজ বুধবার সারা দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ্যপুস্তক উৎসব উদযাপিত হচ্ছে। খালি হাতে বিদ্যালয়ে গিয়ে হাসিমুখে বাড়ি ফিরছে শিক্ষার্থীরা। নতুন বই বুকে জড়িয়ে এর গন্ধ শুঁকে নির্মল হাসিমুখে তারা ছুটে গেছে বাড়িতে।
তাদের এ অনাবিল আনন্দের সঙ্গে ভাগ বসিয়েছেন শিক্ষক-অভিভাবকরাও। ফলে উপজেলা জুড়ে উৎসবে মেতে উঠেছে শিক্ষার্থী-অভিভাবকসহ সকলে। এ বছর প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ের সারাদেশের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ৩৫ কোটিরও বেশি বই বিতরণ করা হবে।
গত বছরের তুলনায় এবার ২০ লাখেরও বেশি বই দেয়া হচ্ছে। এদিকে চারঘাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বুধবার সকাল ১০টায় বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।বই উৎসবের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ নাজমুল হক।
No comments