চারঘাট উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতিসহ চারজন ইয়াবাসহ আটক
নিজস্ব প্রতিবেদক: চারঘাট উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতিসহ চার জনকে ১৭ পিচ ইয়াবাসহ আটক করেছে পুঠিয়া থানা পুলিশ।গতকাল সোমবার পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজারের তৃপ্তি হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,ইবনে আহছান রনি(২৮)।সে চারঘাট থানাধীন রাওথা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।সে চারঘাট উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি।এর আগেও বিভিন্ন সময়ে নেশাদ্রব্য হাতে তার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল।
এসময় রুবেল হোসেন (২৭) কে আটক করা হয়েছে।সে চাইপাড়া গ্রামের ইদ্রিস মাষ্টারের ছেলে।এছাড়াও চারঘাট থানাধীন হায়দার আলীর ছেলে রাসেল আহমেদ(২৫) ও আশকান আলীর ছেলে ইউসুফ আলীকে আটক করা হয়েছে।তাদের উভয়ের বাড়ি চারঘাট মিয়াপুর গ্রামে।
চারঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি আল-মামুন তুষার ও সাধারন সম্পাদক রানা জানান,রনিকে তার মাদক কর্মকান্ডের জন্য উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি পদ থেকে আগেই বহিস্কার করা হয়েছে।ছাত্রলীগের সাথে রনির কোনো সম্পর্ক নেই।
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম জানান,আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।এ সময় ১৭ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
monirulisliam10293@ gmail.com
ReplyDelete