চারঘাটে পুকুর খনন বন্ধে ইউএনওর অভিযান
চারঘাট ( রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর চারঘাটে কৃষি জমিতে অবৈধ পুকুর খনন বন্ধে অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নাজমুল হক। এ সময় এক্সেভেটরের ব্যাটারি ও চাবি জব্দ করা হয়। সোমবার বিকালে উপজেলার নিমপাড়া ইউনিয়নের কামিনী গঙ্গারামপুর গ্রামে ও ভায়ালক্ষীপুর ইউনিয়নের মোহন নগর গ্রামে এ অভিযান চালানো হয়।
এ সময় অবৈধ ভাবে পুকুর খননকারীরা মাটি খননের মেশিন ও জিনিসপত্র রেখেই পালিয়ে যায়। পরে ইউএনও পুকুর খনন বন্ধ করে দেন এবং পুনরায় পুকুর খনন শুরু করলে এলাকাবাসীকে প্রশাসনকে জানানোর পরামর্শ দেন।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ নাজমুল হক জানান, অনুমতি না নিয়ে পুকুর খনন করছিলেন কয়েকজন ব্যক্তি। সবাই পালিয়ে গেলে ব্যাটারী ও চাবি জব্দ করা হয়। কৃষি জমিতে পুকুর খনন বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।##
No comments